বর্তমানে সামাজিক যোগাযোগ টা অনেক আকারে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগের
মাধ্যে ফেজবুক সবচাইতে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের অন্যদেশের সাথে তাল
মিলিয়ে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। বর্তমানে বাংলাদেশে ফেজবুক ইউজ করে এক
কোটি দশ লক্ষ এই তথ্যটি যানা গেছে ফেজবুক কর্তৃপক্ষ দ্বারা। একটা জরিপে
জানা গেছে যে, ২০০৯ সালে বাংলাদেশে ফেজবুক ব্যবহার করত মাত্র ৯৬ হাজার লোক
মাত্র। বর্তমানে প্রতি আট সেকেন্ডে ফেসবুকে একটি নতুন প্রোফাইল খোলা হচ্ছে।
২০১৩ সালে এ জন্য লাগত ১০ সেকেন্ড। বিশ্বে ১৬০ কোটির বেশি লোক এখন
ফেসবুকে যুক্ত রয়েছে।এদের মধ্যে প্রায় ১৩৫ কোটি মাসে অন্তত একবার ফেসবুক
ব্যবহার করে। তারা সবাই মিলে মাসে ৩০ কোটি ছবি আপলোড করে এবং একবার ঢুকলে
প্রায় ২০ মিনিট সেখানেই থাকে! বর্তমানে বাংলাদেশে ব্যবহার কারীর মধ্যে
পুরুষ ফেজবুক ব্যবহার করে ৮৬ লাখ আর মেয়েদের সংখ্যা অনেক কম (২০.৪%) হলেও
বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীদের প্রায় অর্ধেকই নারী। অন্যান্য দেশের মতো
বাংলাদেশেও তরুণেরাই সংখ্যাগরিষ্ঠ। ১৩-২৫ বছর বয়সীর সংখ্যা প্রায় ৮০
লাখ! সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে নিজের মত প্রকাশ, ছবি কিংবা ভিডিও
আপলোড করার পাশাপাশি বিভিন্ন গ্রুপে আলাপ-আলোচনা করা যায়। এমনকি নিজের
ব্যাক্তিগত বা প্রতিষ্ঠানে প্রচার করার ভালো একটি মাধ্যম হয়েগেছে ফেজবুক ।
তবে বর্তমান একটি সমস্যা হয়ে দ্বারিয়েছে সরকার কবে যেন বাংলাদেশে ফেজবুক
বন্ধ করে দেয় । ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
Tuesday, January 20, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment